জগন্নাথদেব প্রাকৃত লীলায় তার মাহাত্ম্য প্রকাশ করেন। তাই আমরা রথের গল্পে দেখতে পাই শ্রীশ্রী জগন্নাথ রথবিহারে বেরিয়ে তাঁর সখী পৌর্ণমাসী-র ঘরে (প্রচলিত কথায় মাসির বাড়ি) গিয়ে সেখানেই থেকে যান। লোকায়ত বিশ্বাসে পৌর্ণমাসীর বাড়িই সময়ে ‘মাসীর বাড়ি’ হয়ে দাঁড়িয়েছে।
লক্ষ্মীদেবী উৎকণ্ঠিত হয়ে সোজারথের পর হোরাপঞ্চমীতে সর্ষে পোড়া দিয়ে জগন্নাথকে বশ করে ফিরিয়ে আনতে যান পৌর্ণমাসীর বাড়ি। এই ঘটনার নাম লক্ষ্মীবিজয় বা সর্ষেপোড়া। এই অনুষ্ঠানের মাধ্যমে গ্রাম্য জীবনের চালচিত্র ধরা পড়ে জগতের নাথের জাগতিক লীলায়। গুপ্তিপাড়া মিডিয়ার ইউটিউব চ্যানেলে দেখুন গুপ্তিপাড়া রথের লক্ষ্মীবিজয় বা সর্ষেপোড়া।