আমাদের কথা

আমরা গুপ্তিপাড়ার কয়েকজন সন্তান যারা গুপ্তিপাড়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও সংস্কার বিষয়ে আগ্রহী এবং বিশেষভাবে উদ্যোগী। ক্ষুদ্র ভৌগলিক আয়তন সত্বেও গুপ্তিপাড়ার অসামান্য প্রাকৃতিক ও জীবনশৈলীর বৈচিত্র বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডলের একটি বিশিষ্ট পরিচয় বহন করে। আমরা এ বিষয়ে সচেতন এবং এই দুর্লভ ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে নিজেদের গর্বিত মনে করি।

গুপ্তিপাড়া মিডিয়া গঠনের চিন্তাভাবনা শুরু হয় ২০২০ সাল থেকে। আমরা প্রথমেই আমাদের স্থানীয় উৎসবগুলির ছবি, ভিডিও তুলতে শুরু করি এবং অন্যান্য তথ্য সংগ্রহ করতে আরম্ভ করি। যদিও এই কাজ আমরা বহু বছর আগে থেকে গুপ্তিপাড়ায় করে আসছি, ২০২০ সাল থেকে বলা যেতে পারে নতুন উদ্যোগে আবার কাজ শুরু হয়। ধীরে ধীরে ওয়েবসাইট তৈরি হয় এবং ২০২৫ সাল থেকে গুপ্তিপাড়া মিডিয়া পুরোপুরি আত্মপ্রকাশ করে।

গুপ্তিপাড়া মিডিয়া মুলতঃ গুপ্তিপাড়ার মানুষজনের ব্যক্তিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং পরিবেশগত দিক বোঝার এবং তুলে ধরার চেষ্টা করে। সীমিত কয়েকজন দ্বারা পরিচালিত হলেও এই উদ্যোগে বহুজন সক্রিয় কর্মী, পরামর্শদাতা এবং পৃষ্ঠপোষক হিসেবে আমাদের সাথে সর্বদা যুক্ত আছেন। সর্বোপরি গুপ্তিপাড়া মিডিয়ার দর্শক, পাঠক এবং সদস্যদের সার্বজনীন দৃষ্টিভঙ্গী গুপ্তিপাড়া মিডিয়া প্রতিফলিত করার চেষ্টা করে।

এই ধরণের কাজ দীর্ঘসময় ধরে চালিয়ে যাওয়া অত্যন্ত ব্যয়সঙ্কুল। আমাদের কাজ গঠনমূলক ও সদর্থক মনে হলে পৃষ্ঠপোষক সদস্যপদ গ্রহণ করে আমাদের পথ চলায় অংশগ্রহণ করতে পারেন। স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের সাথে কাজ করতে চাইলে বা অন্যান্য যে কোন রকম পরামর্শ, অভিযোগ, মতামত বা প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ পাতার মাধ্যমে।

সোশ্যাল মিডিয়াতে আমাদের উপস্থিতি

উদ্দেশ্য ও পরিকল্পনা

গুপ্তিপাড়ার মুখপত্র

The Voice of Guptipara

সাধারণতঃ মিডিয়া বলতে নিউজ চ্যানেল বা বিজ্ঞাপনের সংস্থা ইত্যাদি বোঝায়। প্রকৃত অর্থে মিডিয়া একটি জনজাতি বা এলাকার মুখপত্র হিসেবে কাজ করে। গুপ্তিপাড়া মিডিয়া গুপ্তিপাড়ার অধিবাসীদের মুখপত্র হওয়ার উদ্দেশ্যে পরিকল্পিত ও পরিচালিত। গুপ্তিপাড়া ঐতিহাসিক সময়ে কেমন ছিলো সে বিষয়ে আমরা যেমন উৎসুক, তেমনি বর্তমানে গুপ্তিপাড়া কীভাবে প্রতিদিন বাঁচে সেই নিয়েও আমরা আগ্রহী। গুপ্তিপাড়ার অতীত বর্তমানের হাসি-কান্না সুখ-দুঃখ নিয়ে আমাদেরও পথ চলা।

সংস্কার ও সংরক্ষণ

Restoration & Archival

সংস্কার ও সংরক্ষণ প্রগতির দুটি খুঁটি। গুপ্তিপাড়ার ঐতিহ্যের প্রতি এই দুই দায়বদ্ধতা গুপ্তিপাড়া মিডিয়ার পথ চলার পাথেয়। এই চিন্তা থেকে আমরা গুপ্তিপাড়ার জীবনযাত্রা, উৎসব, প্রকৃতি ইত্যাদি আধুনিক প্রযুক্তিতে সংস্কার সংরক্ষণে প্রতিদিন কর্মরত। এই যাত্রায় আমরা অতীত ঐশ্বর্যের পুণরোদ্ধারে প্রাচীন বই ও পুঁথি পুণঃপ্রকাশ শুরু করেছি। অন্যদিকে বর্তমান জীবনশৈলীর যথাসাধ্য দৃশ্যশ্রাব্য তথ্যায়ন করে চলেছি। এ সমস্তই ক্রমশঃ গুপ্তিপাড়া মিডিয়ার ওয়েবসাইটে প্রতিবেদন বিভাগে নিয়মিত প্রকাশিত হবে।

প্রকাশনা মাধ্যম

Publishing Platform

অতীত ঐতিহ্যের অনুসারী হিসেবে গুপ্তিপাড়ার বর্তমান অধিবাসীরাও আশৈশব জ্ঞান ও শিল্পানুরাগী। গুপ্তিপাড়ার ঘরে ঘরে শিল্পচর্চা দৈনিক অভ্যাস। গুপ্তিপাড়া মিডিয়া গুপ্তিপাড়ার অধিবাসীদের শিল্পকলা প্রকাশের সহজলভ্য এবং যথোপযুক্ত মাধ্যম হিসেবে পরিকল্পিত। আমাদের প্রতিবেদন বিভাগে গুপ্তিপাড়ার অধিবাসীদের শিল্পকর্ম নিয়মিত প্রকাশিত হয়। আপনি যদি গুপ্তিপাড়ার বাসিন্দা হন, তাহলে আপনিও নিজের অথবা নিকটাত্মীয়ের শিল্পকর্ম গুপ্তিপাড়া মিডিয়াতে প্রকাশ করতে পারেন। উৎসাহী শিল্পীরা আমাদের যোগাযোগ পাতার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

তথ্য ভাণ্ডার

Information Hub

আধুনিক জীবনযাত্রায় তথ্য একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন। নাম-ঠিকানা ফোন নম্বর থেকে শুরু করে আরো অনেক প্রয়োজনীয় তথ্য হাতের কাছে থাকা আজকের জীবনের দৈনন্দিন প্রয়োজন। গুপ্তিপাড়া মিডিয়া তথ্যতালিকায় গুপ্তিপাড়ার বিভিন্ন তথ্য একজায়গায় সংকলিত ও সুসংবদ্ধভাবে পাওয়া যাবে। এটি দীর্ঘকালীন কাজ। আমরা এ কাজ শুরু করেছি এবং আগামীদিনেও গুরুত্বসহকারে সংযোজন করতে থাকবো। আপনিও যদি তথ্যতালিকায় কিছু সংযোজনযোগ্য মনে করেন করতে চান, তাহলে যোগাযোগ পাতার মাধ্যমে আমাদের সংযোজনের প্রস্তাব দিতে পারেন।

সচেতনতা ও প্রচার

Awareness & Promotion

যে কোন গঠনমূলক চিন্তার এগিয়ে চলার জন্য সেই অঞ্চলের অধিবাসীদের সচেতনতা অত্যন্ত প্রয়োজনীয়। উপযুক্ত সদর্থক প্রচারের মাধ্যমে আপামর জনসাধারণকে তাদের নিজস্ব ঐতিহ্য এবং অধিকার সম্পর্কে নিয়মিত সচেতন করা এই কাজের একটি বড়ো অঙ্গ। আমরা নিজস্ব প্রচেষ্টার পাশাপাশি গুপ্তিপাড়ার সমস্ত অধিবাসীদের কাছেও এ বিষয়ে যথাসাধ্য সক্রিয় সাহায্য প্রার্থনা করি। গুপ্তিপাড়ার প্রতি আপনার আগ্রহ থাকলে আপনিও আপনার বন্ধু, আত্নীয় ও সহমনস্কদের মধ্যে আমাদের এই প্রয়াসকে পৌঁছে দেবেন এ আমাদের দৃঢ় বিশ্বাস।

পৃষ্ঠপোষক সদস্যপদ

আমরা নিয়মিত গুপ্তিপাড়ার ঐতিহ্য সম্পর্কিত কন্টেন্ট তৈরিতে আগ্রহী। এই সময়ে নিয়মিত ডিজিট্যাল প্রকাশনার খরচ অত্যন্ত বেশি। এছাড়াও একটি আধুনিক ওয়েবসাইট পরিচালনার খরচও কিছু কম নয়। এই সমস্ত ব্যয়ভার পরিচালনার জন্য আমরা গুপ্তিপাড়ার বাসিন্দাদের কাছেই সাহায্যপ্রার্থী। গুপ্তিপাড়া মিডিয়ার পৃষ্ঠপোষক সদস্যপদের জন্য অত্যন্ত স্বল্পমূল্যের আর্থিক অনুদান রাখা হয়েছে। এই অনুদানের সহায়তায় গুপ্তিপাড়া মিডিয়ার ব্যয়ভার পরিচালিত হয়। এই প্রচেষ্টা আপনাদের সৎ ও গঠনমূলক মনে হলে গুপ্তিপাড়া মিডিয়ার ‘পৃষ্ঠপোষক সদস্যপদ’ নিয়ে আমাদের সাহায্য করতে পারেন। গুপ্তিপাড়ার সংস্কৃতির সংরক্ষণ ও প্রসারের কাজে গুপ্তিপাড়ার সমস্ত বাসিন্দাদের সাহায্য আমাদের একান্ত প্রার্থনীয়।