আমরা গুপ্তিপাড়ার কয়েকজন সন্তান যারা গুপ্তিপাড়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও সংস্কার বিষয়ে আগ্রহী এবং বিশেষভাবে উদ্যোগী। ক্ষুদ্র ভৌগলিক আয়তন সত্বেও গুপ্তিপাড়ার অসামান্য প্রাকৃতিক ও জীবনশৈলীর বৈচিত্র বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডলের একটি বিশিষ্ট পরিচয় বহন করে। আমরা এ বিষয়ে সচেতন এবং এই দুর্লভ ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে নিজেদের গর্বিত মনে করি।
গুপ্তিপাড়া মিডিয়া গঠনের চিন্তাভাবনা শুরু হয় ২০২০ সাল থেকে। আমরা প্রথমেই আমাদের স্থানীয় উৎসবগুলির ছবি, ভিডিও তুলতে শুরু করি এবং অন্যান্য তথ্য সংগ্রহ করতে আরম্ভ করি। যদিও এই কাজ আমরা বহু বছর আগে থেকে গুপ্তিপাড়ায় করে আসছি, ২০২০ সাল থেকে বলা যেতে পারে নতুন উদ্যোগে আবার কাজ শুরু হয়। ধীরে ধীরে ওয়েবসাইট তৈরি হয় এবং ২০২৫ সাল থেকে গুপ্তিপাড়া মিডিয়া পুরোপুরি আত্মপ্রকাশ করে।
গুপ্তিপাড়া মিডিয়া মুলতঃ গুপ্তিপাড়ার মানুষজনের ব্যক্তিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং পরিবেশগত দিক বোঝার এবং তুলে ধরার চেষ্টা করে। সীমিত কয়েকজন দ্বারা পরিচালিত হলেও এই উদ্যোগে বহুজন সক্রিয় কর্মী, পরামর্শদাতা এবং পৃষ্ঠপোষক হিসেবে আমাদের সাথে সর্বদা যুক্ত আছেন। সর্বোপরি গুপ্তিপাড়া মিডিয়ার দর্শক, পাঠক এবং সদস্যদের সার্বজনীন দৃষ্টিভঙ্গী গুপ্তিপাড়া মিডিয়া প্রতিফলিত করার চেষ্টা করে।
এই ধরণের কাজ দীর্ঘসময় ধরে চালিয়ে যাওয়া অত্যন্ত ব্যয়সঙ্কুল। আমাদের কাজ গঠনমূলক ও সদর্থক মনে হলে পৃষ্ঠপোষক সদস্যপদ গ্রহণ করে আমাদের পথ চলায় অংশগ্রহণ করতে পারেন। স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের সাথে কাজ করতে চাইলে বা অন্যান্য যে কোন রকম পরামর্শ, অভিযোগ, মতামত বা প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ পাতার মাধ্যমে।