পৃষ্ঠপোষক সদস্যপদ

গুপ্তিপাড়া মিডিয়া ওয়েবসাইটের গুরুত্ব

গুপ্তিপাড়া মিডিয়া গুপ্তিপাড়ার সংস্কৃতিকে আরো বড়ো প্রেক্ষাপটে তুলে ধরার জন্য গঠিত। গুপ্তিপাড়া মিডিয়ার মাধ্যমে আমরা গুপ্তিপাড়ার বিভিন্ন লোকাচার, সংস্কৃতি, খেলাধুলা এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের ওপর নিয়মিত আমাদের পরিবেশনা তুলে ধরবো। গুপ্তিপাড়ার গায়ক, বাদক, লেখক ও অন্যান্য শিল্পীদের কাজও আমরা গুপ্তিপাড়া মিডিয়ার মাধ্যমে তুলে ধরবো।

সোশ্যাল মিডিয়া থাকতে ওয়েবসাইট কেন?

কপিরাইটের সমস্যা –  ফেসবুক বা ইন্সটাগ্রামের মত সোশ্যাল মিডিয়ায় নিজের শিল্পকর্ম প্রকাশের প্রধান অসুবিধে হল কপিরাইট। সোশ্যাল মিডিয়ার প্রকাশিত ছবি, লেখা গান প্রায়শঃই হাজার সতর্কতা সত্বেও চুরি হয়। খুব কম ক্ষেত্রে সেই চুরি ধরা গেলেও কপিরাইট নিয়ে আইনত খুব বেশি কিছু করা সম্ভব হয় না। অন্যদিকে ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত শিল্পকর্মের কপিরাইট শিল্পীর নিজস্ব থাকে।

সংরক্ষণ জনিত অসুবিধে –  সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষভাবে সংরক্ষণ করা জরুরী। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নরকম নিয়মকানুন ও বাধানিষেধ এর জন্য সোশ্যাল মিডিয়ায় প্রয়োজনমতো ছবি, লেখা, ভিডিও দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না। ছবি বা ভিডিওর কোয়ালিটিও খারাপ হয়ে যায় আপলোডের পর। ওয়েবসাইট এই ক্ষেত্রে অনেক নিরাপদ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য আদর্শ।

পরিবেশনার সমস্যা –  সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও, লেখা একসাথে নিজের মত ক্রমানুযায়ী সাজানো যায় না। ডিজাইন এবং পরিবেশনার ক্ষেত্রে শিল্পীর কোন হাত থাকে না। ওয়েবসাইটে শিল্পকর্ম পরিবেশনার দিকটি যথাযথ গুরুত্ব অনুসারে সাজানো যায়। এছাড়া সামগ্রিক উদ্দেশ্য, পরিবেশনা এবং পরিচালনার বিভিন্ন সুবিধের দিক দিয়ে ওয়েবসাইট অনেক এগিয়ে।

চূড়ান্ত বাণিজ্যিক পরিবেশ – সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত বিজ্ঞাপণের ভিড়ে আমরা সবাই অত্তিষ্ঠ। যা আমরা দেখতে চাই তা বেশিরভাগ সময়ই দেখা যায় না। গুপ্তিপাড়া মিডিয়া নিজস্ব সোশ্যাল মিডিয়া গুপ্তিপাড়া টাইমলাইন ফেসবুকের মতোই সমস্ত সুবিধে সহ গুপ্তিপাড়ার কথা আলোচনার জন্য নির্মিত। এখানে আপনি কেবল গুপ্তিপাড়া সম্পর্কিত বিজ্ঞাপণই দেখতে পাবেন।

পৃষ্ঠপোষক সদস্যপদ কেন?

আমরা নিয়মিত গুপ্তিপাড়ার ঐতিহ্য সম্পর্কিত কন্টেন্ট তৈরিতে আগ্রহী। এই সময়ে নিয়মিত ডিজিট্যাল প্রকাশনার খরচ অত্যন্ত বেশি। এছাড়াও একটি আধুনিক ওয়েবসাইট পরিচালনার খরচও কিছু কম নয়। এই সমস্ত ব্যয়ভার পরিচালনার জন্য আমরা গুপ্তিপাড়ার বাসিন্দাদের কাছেই সাহায্যপ্রার্থী। গুপ্তিপাড়া মিডিয়ার পৃষ্ঠপোষক সদস্যপদের জন্য অত্যন্ত স্বল্পমূল্যের আর্থিক অনুদান রাখা হয়েছে। এই অনুদানের সহায়তায় গুপ্তিপাড়া মিডিয়ার ব্যয়ভার পরিচালিত হয়। এই প্রচেষ্টা আপনাদের সৎ ও গঠনমূলক মনে হলে গুপ্তিপাড়া মিডিয়ার ‘পৃষ্ঠপোষক সদস্যপদ’ নিয়ে আমাদের সাহায্য করতে পারেন। গুপ্তিপাড়ার সংস্কৃতির সংরক্ষণ ও প্রসারের কাজে গুপ্তিপাড়ার সমস্ত বাসিন্দাদের সাহায্য আমাদের একান্ত প্রার্থনীয়। 

পৃষ্ঠপোষক সদস্যপদের সুবিধা

সদস্যদের শিল্পকর্ম প্রকাশ

জ্ঞানচর্চার পাশাপাশি গুপ্তিপাড়া চিরকাল বিভিন্ন শিল্পচর্চায় সমান মনোযোগী। ফলে গুপ্তিপাড়ায় সঙ্গীত, সাহিত্য ও অন্যান্য মাধ্যমে প্রচুর শিল্পী প্রতিনিয়ত শিল্পসেবা করেন। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষেরই এতে সমান উৎসাহ দেখা যায়। আমরা গুপ্তিপাড়া মিডিয়ার পক্ষ থেকে আমাদের এই সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসারে আগ্রহী ও সচেষ্ট।

গুপ্তিপাড়া মিডিয়ার পক্ষ থেকে নিয়মিত সদস্যদের ও তাঁদের নিকটাত্মীয়দের শিল্পকর্ম প্রকাশ করা হয়। এর জন্য কোন অতিরিক্ত অর্থমূল্য লাগে না। মাধ্যম অনুসারে অডিও ও ভিডিও রেকর্ডিং-এ আমরা সমস্তরকম সহায়তা করে থাকি।

নিয়মিত প্রতিবেদন

গুপ্তিপাড়ার সংস্কৃতি কেবল জ্ঞান ও শিল্পচর্চার মধ্যে সীমাবদ্ধ নয়। সমস্তরকম সামাজিক কাজে গুপ্তিপাড়ার অধিবাসীরা সচেতন ও সচেষ্ট। গুপ্তিপাড়ার বিশেষ উৎসব রথযাত্রা, বারোয়ারি জগদ্ধাত্রী পুজো, দেশকালী পুজো, বৃন্দাবনচন্দ্র ও রঘুনাথের দোল ইত্যাদি ছাড়াও গুপ্তিপাড়ায় চড়ক, নীল, হোগলা কালী, গঙ্গা-মনসা পুজো ইত্যাদি লোকায়ত উৎসবও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হয়। খেলাধুলাতেও গুপ্তিপাড়া আগাগোড়া বিশেষ পারদর্শীতা দেখিয়েছে এবং এখনো সেই ঐতিহ্য বজায় রেখেছে।

গুপ্তিপাড়া মিডিয়ার পৃষ্ঠপোষক সদস্যপদের সাথে প্রতি সপ্তাহে দেখুন গুপ্তিপাড়ার সংস্কৃতি নিয়ে নতুন নতুন প্রতিবেদন। গুপ্তিপাড়ার শিক্ষা, খেলাধুলা, উল্লেখযোগ্য মানুষদের কথা জানুন ও বন্ধুদের জানান।

গুপ্তিপাড়া টাইমলাইন

গুপ্তিপাড়ার সার্বিক উন্নতিতে আমাদের প্রত্যেকের মতামত গুরুত্বপূর্ণ। এই সময়ে নিজস্ব মতামত নির্দ্বিধায় প্রকাশ করার মত ডিজিট্যাল মাধ্যম পাওয়া সহজ নয়। ফেসবুক ইত্যাদিতে মানুষের ভিড়ে ছোট গ্রাম বা অঞ্চলের কথা তাদের গ্রামের লোকজনের সবার মধ্যে আলোচনা করা বেশ শক্ত।

গুপ্তিপাড়া টাইমলাইন অনেকটা ফেসবুকের মতোই আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া। এখানে পৃষ্ঠপোষক সদস্যরা ফেসবুকের মতোই নিজেরাই ছবি, ভিডিও বা লেখা পোস্ট করতে পারেন। অন্যান্য সদস্যদের পোস্টে লাইক বা কমেন্ট করতে পারেন। তবে পার্থক্য এই যে এখানে ফেসবুকের মতো কোন অ্যালগোরিদম নেই। গুপ্তিপাড়া টাইমলাইনের মাধ্যমে আপনার মতামত, ছবি, ভিডিও, লেখা বা গুপ্তিপাড়ার কোন খবর প্রকাশ করুন সহজেই।

পৃষ্ঠপোষক সদস্যপদ

Patron Membership