সোশ্যাল মিডিয়া থাকতে ওয়েবসাইট কেন?
কপিরাইটের সমস্যা – ফেসবুক বা ইন্সটাগ্রামের মত সোশ্যাল মিডিয়ায় নিজের শিল্পকর্ম প্রকাশের প্রধান অসুবিধে হল কপিরাইট। সোশ্যাল মিডিয়ার প্রকাশিত ছবি, লেখা গান প্রায়শঃই হাজার সতর্কতা সত্বেও চুরি হয়। খুব কম ক্ষেত্রে সেই চুরি ধরা গেলেও কপিরাইট নিয়ে আইনত খুব বেশি কিছু করা সম্ভব হয় না। অন্যদিকে ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত শিল্পকর্মের কপিরাইট শিল্পীর নিজস্ব থাকে।
সংরক্ষণ জনিত অসুবিধে – সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষভাবে সংরক্ষণ করা জরুরী। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নরকম নিয়মকানুন ও বাধানিষেধ এর জন্য সোশ্যাল মিডিয়ায় প্রয়োজনমতো ছবি, লেখা, ভিডিও দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না। ছবি বা ভিডিওর কোয়ালিটিও খারাপ হয়ে যায় আপলোডের পর। ওয়েবসাইট এই ক্ষেত্রে অনেক নিরাপদ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য আদর্শ।
পরিবেশনার সমস্যা – সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও, লেখা একসাথে নিজের মত ক্রমানুযায়ী সাজানো যায় না। ডিজাইন এবং পরিবেশনার ক্ষেত্রে শিল্পীর কোন হাত থাকে না। ওয়েবসাইটে শিল্পকর্ম পরিবেশনার দিকটি যথাযথ গুরুত্ব অনুসারে সাজানো যায়। এছাড়া সামগ্রিক উদ্দেশ্য, পরিবেশনা এবং পরিচালনার বিভিন্ন সুবিধের দিক দিয়ে ওয়েবসাইট অনেক এগিয়ে।
চূড়ান্ত বাণিজ্যিক পরিবেশ – সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত বিজ্ঞাপণের ভিড়ে আমরা সবাই অত্তিষ্ঠ। যা আমরা দেখতে চাই তা বেশিরভাগ সময়ই দেখা যায় না। গুপ্তিপাড়া মিডিয়া নিজস্ব সোশ্যাল মিডিয়া গুপ্তিপাড়া টাইমলাইন ফেসবুকের মতোই সমস্ত সুবিধে সহ গুপ্তিপাড়ার কথা আলোচনার জন্য নির্মিত। এখানে আপনি কেবল গুপ্তিপাড়া সম্পর্কিত বিজ্ঞাপণই দেখতে পাবেন।