যুদ্ধ যুদ্ধ খেলা (ছোটগল্প)
এক তিন্নি, এই তিন্নি… তিন্নি……আর তিন্নি, তিন্নি তখন ছুট, ছুট…ছু—-ট। এক্কেবারে সোজা পাশের বাড়ির বালির গাদায়। দিগম্বর হয়ে তিনি তখন ইমারৎ গড়তে বসেছেন। গায়ে মাথার জল। সবে স্নান সারা হয়েছে, গা-টাও মোছা হয়নি এখনো।– কোথায় গেলি আবার? হাতে গামছা নিয়ে ঘুরছে মাধুরী। এক্ষুনি গাড়িকাকু এসে পড়বে, তিন্নি……হঠাৎই বালির গাদায় আবিষ্কার করেন তার ছোট্ট ছেলেটিকে। আপনমনে […]
