আশ্বিনে দুর্গাপুজোর উৎসবের রেশ নিয়েই কার্তিকের অমাবস্যায় বাঙালী মেতে ওঠে শ্যামা মায়ের আরাধনায়। দুর্গাপুজোর মতই গৃহস্থ পরিবার থেকে শুরু করে মন্দির ও বারোয়ারি সর্বত্রই কালী পুজোর বিস্তার। দুর্গার মতোই কালীও বাংলার নিজের ঘরের মা হয়ে উঠেছেন আমাদের মানসপুজোয়। কালী প্রকৃতিগত ভাবে উগ্র, ভয়ঙ্করী এবং শ্মশানচারিণী। এই ভয়ানক রূপকল্পনা থেকে মমতাময়ী ঘরের মা কালী হয়ে ওঠার যাত্রা হিন্দুশাস্ত্র ও ইতিহাসের এক আকর্ষনীয় যাত্রা। শুধু ধর্মীয় পরিধি নয়, এই পরিবর্তনের পিছনে লুকিয়ে আছে বাংলার জীবনশৈলী, দর্শন ও সমাজের এক আশ্চর্য বিবর্তনের গল্প।
গুপ্তিপাড়া মিডিয়ার নিবেদনে দেখুন গুপ্তিপাড়ার শ্রী জগদ্ধাত্রী পুজোর গল্প। গুপ্তিপাড়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে গুপ্তিপাড়া মিডিয়ার সাথে থাকুন, পাশে থাকুন। গুপ্তিপাড়ার সমস্ত খবর দেখুন গুপ্তিপাড়া মিডিয়ার ওয়েবসাইটে অথবা গুপ্তিপাড়া মিডিয়া অ্যাপ-এ।
গুপ্তিপাড়া মিডিয়া অ্যাপ ডাউনলোড করুন এই লিঙ্কে ক্লিক করে।

