আমরা গুপ্তিপাড়ার কয়েকজন সন্তান যারা গুপ্তিপাড়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও সংস্কার বিষয়ে আগ্রহী এবং বিশেষভাবে উদ্যোগী। ক্ষুদ্র ভৌগলিক আয়তন সত্বেও গুপ্তিপাড়ার অসামান্য প্রাকৃতিক ও জীবনশৈলীর বৈচিত্র বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডলের একটি বিশিষ্ট পরিচয় বহন করে। আমরা এ বিষয়ে সচেতন এবং এই দুর্লভ ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে নিজেদের গর্বিত মনে করি।
গুপ্তিপাড়া মিডিয়া গঠনের চিন্তাভাবনা শুরু হয় ২০২০ সাল থেকে। আমরা প্রথমেই আমাদের স্থানীয় উৎসবগুলির ছবি, ভিডিও তুলতে শুরু করি এবং অন্যান্য তথ্য সংগ্রহ করতে আরম্ভ করি। যদিও এই কাজ আমরা বহু বছর আগে থেকে গুপ্তিপাড়ায় করে আসছি, ২০২০ সাল থেকে বলা যেতে পারে নতুন উদ্যোগে আবার কাজ শুরু হয়। ধীরে ধীরে ওয়েবসাইট তৈরি হয় এবং ২০২৫ সাল থেকে গুপ্তিপাড়া মিডিয়া পুরোপুরি আত্মপ্রকাশ করে।
পাঁচটি মূল উদ্দেশ্য নিয়ে গুপ্তিপাড়া মিডিয়া এগিয়ে চলেছে -
- গুপ্তিপাড়ার মুখপত্র
- সংস্কার ও সংরক্ষণ
- প্রকাশনা মাধ্যম
- তথ্য ভাণ্ডার
- সচেতনতা ও প্রচার